MK TV NEWS STATION (শেকড়ের সন্ধানে...)

Latest Post


পার্বতীপুরে যুদ্ধাহত মঞ্জুরুল ইসলাম ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত 

আমজাদ হোসেন, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের পার্বতীপুরে যুদ্ধাহত মন্জুরুল ইসলাম ক্রিকেট টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

৫ ফ্রেরুয়ারি বুধবার বিকেলে পৌরসভার ১ নং ওয়ার্ড হুগলীপাড়া ক্রিকেটার্স এর আয়োজনে কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন  হুগলী পাড়া নর্থইয়ার্ড মাঠে ক্রিকেট ফাইনাল খেলায় বর্ষা ট্রেডার্স ক্রিকেট দল মুখোমুখি এ বি এল ক্রিকেট দল পার্বতীপুর এর মাঝে অনুষ্ঠিত হয়।

পার্বতীপুর উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মমিনুল ইসলাম (ডাক্তার) এর সভাপতিত্বে,

প্রধান অতিথি,আফসিন ট্রেডার্স এর স্বত্বাধিকারী আব্দুল্লাহ্ সরকার মাঠে বল- ব্যাটিং এর মধ্যে দিয়ে ফাইনাল খেলার উদ্বোধন করেন।

এ সময়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর যুবদলের আহবায়ক রবিউল ইসলাম (বাবু), । উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক হান্নান আশরাফি (প্রিন্স), , 

আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি ও ট্যাংকলোরী নেতৃবৃন্দ ও  আয়োজক কমিটি বৃন্দ।

 প্রধান পৃষ্টপোষকতায় জেলা যুবদল সদস্য ও সিনিয়র যুগ্ম আহবায়ক, উপজেলা যুবদলের  মিজানুর রহমান সিয়াম।

৮ দলের অংশগ্রহণ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে বর্ষা ট্রেডার্স এর মুখোমুখিএ বি এল ক্রিকেট  দলের হাড্ডাহাড্ডি লড়াইয়ে ২৭৩ রানের টার্গেটে ১৪৪ রানে বর্ষা ট্রেডার্স ওল-আউটে রানার্স আপ- ও ১২৮ রানে এবিএল ইলেক্ট্রনিক্স পার্বতীপুর চ্যাম্পিয়ন শিরোপা অর্জন করে। 

খেলায় ম্যান অব দ্যা ম্যাচ  ও বেস্ট বলার পুরস্কার নেন আশরাফুল ও বিক্রম। 

শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ চাম্পিয়ান দলের হাতে ৬০ হাজার ও  রানারআপ ৪০ হাজার টাকার চেক এবং উভয় দলের মাঝে শিরোপা তুলে দেন।



স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে ভার্চ্যুয়াল সভায় তারেক রহমান।

  
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র প্রতিষ্ঠাতা  বীর মুক্তিযোদ্ধা ,  শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ইউরোপের বিভিন্ন দেশের বিএনপি নেতৃবৃন্দের উপস্থিতিতে এক ভার্চ্যুয়াল সভা অনুষ্ঠিত হয়।  

আমাদের ইউরোপ ব্যাুরো প্রধান জাকির হোসেন সুমন জানান , সভায় প্রধান  অতিথি হিসেবে যোগদেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।  ভার্চ্যুয়াল সভায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেশের প্রতি ভালোবাসা  ও কর্মময় জীবন ও দেশ গঠনে ভূমিকা নেয়া সহ নানা বিষয়ে  আলোচনা করা হয়। 

সে সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সালাহউদ্দিন আহমেদ সদস্য জাতীয় স্হায়ী কমিটি  বিএনপি ,বরকত উল্লাহ বুলু ভাইস চেয়ারম্যান কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটি বিএনপি  ,বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম  বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিল সদস্য , মাহিদুর রহমান বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিল সদস্য , এম এ মালিক বিএনপি চেয়ারপার্সনের  উপদেষ্টা কাউন্সিল সদস্য ও যুক্তরাজ্য বিএনপি সভাপতি ,রুহুল কবির রিজভী আহমেদ  সিনিয়র যুগ্ম মহাসচিব জাতীয় নির্বাহী কমিটি বিএনপি ,আহমেদ আলী মুকিব আন্তর্জাতিক সম্পাদক জাতীয় নির্বাহী কমিটি বিএনপি , কয়সর এম আহমেদ সদস্য জাতীয় নির্বাহী কমিটি বিএনপি ও সাধারন সম্পাদক যুক্তরাজ্য বিএনপি , 
অধ্যাপক ডাঃ মওদুদ হোসেন আলমগীর পাভেল আহ্বায়ক  বিএনপি মিডিয়া সেল, আবদুল মোনায়েম মুন্না সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটি , 
 এস এম জিলানী সভাপতি স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ,  সে সময় ভার্চ্যুয়াল সভার সার্বিক তত্বাবধায়নে ছিলেন ,আনোয়ার হোসেন খোকন আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জাতীয় নির্বাহী কমিটি বিএনপি ও সাংগঠনিক সমন্বয়ক। দীর্ঘ  প্রায় অড়াই ঘন্টা ভার্চ্যুয়াল  সভা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে ও দেশবাসীর জন্য দোয়া করা হয়।


গাইবান্ধার সাঘাটায় ইউপি চেয়ারম্যান সুইট ও ভাই সুজাকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান।


একাধিক মামলার আসামি সাঘাটার আলোচিত শীর্ষ সন্ত্রাসী স্বৈরাচার আওয়ামী লীগের দোষর ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন সুইট ও সুজার বাহিনীর প্রধান ইউনিয়নের আওয়ামী লীগে সভাপতি তিনবারের ভোটহীন চেয়ারম্যানকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

৩ ফেব্রুয়ারী দুপুরে গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন সাবেক সাঘাটা উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর কবির, সাবেক ইউপি চেয়ারম্যান আরশাদ আজিজ রোকন, ইউপি সদস্য মাহবুবর রহমান, ইউপি সদস্য গোলাম হোসেন, সাবেক বিডিআর কর্মকর্তা আলমগীর হোসেনসহ অন্যান্যরা। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এর পর জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপি প্রদান করা হয়।

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget