বৌরুজ জেদ্দা কন্ট্রাক্টিন কোম্পানির উদ্যোগে প্রবাসীদের সাথে মতবিনিময় সভা I MK TV BD
বৌরুজ জেদ্দা কন্ট্রাক্টিন কোম্পানির উদ্যোগে প্রবাসীদের সাথে মতবিনিময় সভা সৌদি আরবে বৌরুজ জেদ্দা কন্ট্রাক্টিন কোম্পানির উদ্যোগে বাংলাদেশ থেকে দক্ষ শ্রমিক আমদানীর পাশাপাশি কিভাবে শ্রমিকদের কর্মদক্ষতা বাড়ানো যায় এই বিষয়ে প্রবাসী ও বাংলাদেশী ব্যবসায়ীদের সাথে কোম্পানির কর্মকর্তাদের মতবিনিময় সভার আযয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন বৌরুজ জেদ্দা কন্ট্রাক্টিন কোম্পানি ম্যানেজিং ডিরেক্টর ইঞ্জিনিয়ার লোকমান। সাংবাদিক মোহাম্মদ ফিরোজ এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন বৌরুজ জেদ্দা কন্ট্রাক্টিন কোম্পানি সিইও সৌদি নাগরিক সুলতান আল হারেছি। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মঈন চৌধুরী, মোহাম্মদ ইদ্রিস, মোহাম্মদ ইলিয়াস, মামুন, হাইরুল ইসলাম, আনোয়ার কামাল, শহিদুলাহ সাংবাদিক বাহার উদ্দিন বকুলসহ আরো অনেকে। অনুষ্ঠানে শেষে প্রবাসী বাংলাদেশীদের সন্মানে নৈশভোজের আযয়োজন করা হয়।
Post a Comment