গাইবান্ধার ফুলছড়ির উদাখালী মডেল কলেজের অধ্যক্ষের অনিয়মের তদন্ত I MK TELEVISION
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উদাখালী মডেল কলেজের বর্তমান এডহক কমিটিতে ভুয়া সদস্য বানিয়ে কমিটি অনুমোদনের অনিয়মের তদন্ত হয়।
জানা যায়, উদাখালী মডেল কলেজের এডহক কমিটিতে একমাত্র অভিভাবক সদস্য হিসেবে অধ্যক্ষ মোঃ এনামুল হক এর ভায়রা মোঃ মাহবুবর রহমান এর নাম মনোনয়ন অর্ন্তভুক্ত করে দিনাজপুর শিক্ষা বোর্ড থেকে অনুমোদন নেয়া হয়। অথচ উক্ত অভিভাবক সদস্যের কোন সন্তান উদাখালী মডেল কলেজে অধ্যায়ন করে না। কলেজের অধ্যক্ষ তার মন মতো কমিটি তৈরি করতে উক্ত ভুয়া অভিভাবককে মনোনয়নের জন্য সুপারিশ করেন। এ অনিয়মের বিষয়ে কলেজ কমিটির সাবেক সদস্য মোঃ মোহেবুল্যাহ সরকার ও মোঃ শফিউল করিম সরকার ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দাখিল করেন। এর প্রেক্ষিতে ফুলছড়ি উপজেলার ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার এস.এম কামরুজ্জামান আজ দুপুরে অনিয়মের তদন্ত করতে আছেন। কলেজের অধ্যক্ষ এনামুল হকের সাথে ভুয়া সদস্য বানিয়ে কমিটি অনুমোদনের অনিয়মের তদন্ত ব্যাপারে সাখাৎকার নেয়ার সময় অধ্যক্ষের অনুসারীরা প্রতিবন্ধকতা সৃষ্টি চেষ্টা করেন। স্থানীয়দের অভিযোগ এই অধ্যক্ষ দীর্ঘদিন থেকে এই কলেজে বিভিন্ন অনিয়ম করে আসছে।
#MKTVBD #MKTELEVISION #MKTVBDNEWS
Post a Comment