ঘোড়াঘাটে বেকার দুইবন্ধু সখের বসবর্ততে আজ পূর্ণাঙ্গ খামারী। MK TV BD

ঘোড়াঘাটে বেকার দুইবন্ধু সখের বসবর্ততে আজ পূর্ণাঙ্গ খামারী #Ghorahat #Ghorahat_news #MKTVTelevision #MKTV #MKTVBD #MKTVBDnews #MKTVNews #NewsNow

ঘোড়াঘাটে বেকার দুইবন্ধু সখের বসবর্ততে আজ পূর্ণাঙ্গ খামারী
দিনাজপুরের ঘোড়াঘাটে দুই বন্ধু মিলে সখের বসবর্ততে ১শ-গরু ও ১শ-ছাগল মোটা-তাজা করনের খামার তৈরী করে। এতে লাভবান মুখ দেখায় সখের খামার তারা বানিজ্যিক ভাবে মনোযোগী হয়েছে। তাদের দেখা দেখি এ উপজেলায় ২০ থেকে ২৫টি বেকার যুবকের খামার গড়ে উঠেছে। এরি মধ্যে সামনে ইদুল আজহায় তাদের খামার থেকে ৪৫০টাকা কেজি দরে গরু এবং ৫৫০টাকা দরে খাসি ওজনে বিক্রি হচ্ছে। দিনাজপুরর ঘোড়াঘাট প্রতিনিধিঃ মোঃ সামসুল ইসলাম সামুর পাঠানো তথ্য চিত্তে একটি ডেক্য্র রিপোটঃ ভয়েজওভারঃ দিনাজপুরের ঘোড়াঘাটে দুই বন্ধু মিলে সখের বসে ১শ-গরু ও ১শ-ছাগল মোটা-তাজা করন খামার করে, তারা লাভবান হওয়ায় এখন বানিজ্যিক ভাবে খামার গড়ে তুলেছে। তাদের দেখাদেখি এ উপজেলায় ৭৩৫টি খামার গড়ে উঠেছে।এরি মধ্যে ইদুল আজহাকে সামনে রেখে তাদের খামার থেকে ৪৫০টাকা কেজি দরে গরু এবং ৫৫০টাকা দরে খাসি ওজনে বিক্রি হচ্ছে। এ ছাড়াও ইদুল আজহাকে সামনে রেখে ঘোড়াঘাট উপজেলার হাট-বাজার গুলোতে গরু-ছাগল বেচা কিনা বেশ জমে উঠেছে। এবারে ভারতীয় গরু না আসায় দেশি গরুর চাহিদা বেশ বেরেছে,তাই এখানকার খামারীরা লাভের মুখ দেখবে বলে এমনটি মনে করছেন তারা। হাটে গরু বিক্রেতারা বলছে বড় গরুর চাহিদা কম হলেও ছোট গরুর চাহিদা বেশী। ঘোড়াঘাট উপজেলায় এবারে ইদুল আজহা উপলক্ষে ষাঁড় গরুর সংখ্যা ২১৩৬টি,বলদ ৪৮৪টি,মহিষ ৪টি, ছাগল ১,৪৯২টি, ভেরা ১২৭৬টি সব মিলে ১২-হাজার, ৫০টি গরু ও ছাগল কোরবানির জন্য প্রস্থুত করা হয়েছে। ভক্য্রপপঃ গ্রীন এগ্রো খামারী দুই বন্ধু ও খামার পরিচর্জা কারী দুইজন।
#MKTVBD #MKTELEVISION #MKTVBDNEWS

Post a Comment

[blogger]

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget