বাংলাদশে-ইতালি বাণজ্যি ও বনিযি়ােগরে সুযােগ র্শীষক সমেনিার। MK TV BD

বাংলাদেশ-ইতালি বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ শীর্ষক সেমিনার
অর্থনৈতিক কুটনীতি, আনবে দেশের অর্থনীতি স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ-ইতালি বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ শীর্ষক সেমিনারে প্রথম ইকোনমিক ডিপ্লোমাসি সপ্তাহ আয়োজন করেছে রোমস্থ বাংলাদেশ দূতাবাস ইতালী। আয়োজনের প্রথম সিশনে ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো: শামীম আহসান, বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রনালয়ের পক্ষে সচিব সাব্বির আহম্মেদ চৌধুরী এবং ইতালি পররাষ্ট্র মন্ত্রনালয়ের দক্ষিন এশিয়ার প্রধান, জানপাওলো নেরী বক্তব্য রাখেন। রাজধানী রোমে অভিজাত হোটেলে অনুষ্ঠিত সেমিনারে ইকোনমিক কাউন্সিলর মানস মিত্র’র সঞ্চলনায় ইতালির বিভিন্ন বিনিয়োগকারী, নীতিনির্ধারক ও সংশিষ্ট সংগঠনের শীর্ষনেতৃবৃন্দ এবং বাংলাদেশ থেকে বিনিয়োগ বানিজ্য সম্পর্কিত প্রতিষ্ঠানের ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। বাংলাদেশের সাথে ইতালির অর্থনৈতিক এবং বানিজ্যিক সম্পর্ক উন্নয়নে মতামত জানান । এসময় বাংলাদেশের ব্র্যান্ডিং ও আন্তর্জাতিক বিনিয়োগে আগ্রহী করতে আকর্ষনীয় দিক তুলে ধরা হয়। রাষ্ট্রদূত শামীম আহসান মনে করেন, এই সফল আয়োজন বাংলাদেশে বিনিয়োগে নতুন অধ্যায়ের সূচনা হবে ।
#MKTVBD #MKTELEVISION #MKTVBDNEWS3

Post a Comment

[blogger]

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget