দিনাজপুরের হাবিপ্রবিতে মৎস্য সপ্তাহ উদ্বোধন। MK TV BD
দিনাজপুরের হাবিপ্রবিতে মৎস্য সপ্তাহ উদ্বোধন
মোরশেদ উল আলম, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি ঃ
বর্ণাঢ্য শোভাযাত্রা ও মাছের পোনা অবমুক্তকরণের মধ্য দিয়ে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পালিত হলো জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ উদযাপন হয়।
"নিরাপদ মাছে ভরাবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে বেলুন ও ফেস্টুন উড়িয়ে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডঃ কামরুজ্জামান র্যালীর উদ্বোধন করেন। র্যালীটি হাবিপ্রবির মাৎস্যবিজ্ঞান অনুষদের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে বিশ্ববিদ্যালয় চত্বর ঘুরে আবার প্রশাসনিক ভবনের সামনে শেষ হয়। এখানে মৎস্য বিজ্ঞান অনুষদের চেয়ারম্যান ডঃ ইমরান পারভেজের সভাপতিত্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ভিসি ডঃ কামরুজ্জামান, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ডঃ বিধান চন্দ্র হালদার প্রমূখ।
পরে বিশ্ববিদ্যালয়ের পুকুরে বিভিন্ন জাতের মাছের পোনা অবমুক্ত করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি ডঃ কামরুজ্জামান। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় শিক্ষক কর্মকর্তা ও শিক্ষার্থীরা অংশ নেয়।
#MKTVBD #MKTELEVSION #MKTVBDNEWS
Post a Comment