গাইবান্ধার বাদিয়াখালী রেলষ্টেশনে ট্রেন যাত্রা বিরতির দাবিতে মানববন্ধন I MK TV BD
গাইবান্ধার জেলা রেল ষ্টেশন থেকে ১২কিলোমিটার দূরে বাদিয়াখালী রেল ষ্টেশনে আন্তঃনগর
দোলনচাপা ট্রেনের যাত্র বিরতির দাবিতে মানববন্ধন কর্মসূচির পালিত হয়।
শনিবার দুপুরে বাদিয়াখালী রেল ষ্টেশনে সাধারন এলাকাবাসি, মানবাধিকার সংনক্ষণ পরিষদ,
সামাজিক সংগ্রাম পরিষদ, কৃষিপণ্য উৎপাদক এ্যাসোসিয়াশনসহ বিভিন্ন সংগঠনের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন, গাইবান্ধা জেলা বার এ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম বাবু,
সামাজিক সংগ্রাম পরিষদের আহবায়ক জাহাঙ্গীর কবীর তনু,
মানবাধিকার সংরক্ষণ পরিষদ বাদিয়াখালীর সভাপতি কাজী আব্দুল খালেক,
বিশিষ্ঠ ব্যবসায়ী ফুলমিযাসহ অন্যরা।
#MKTVBD #MKTVBDNEWS #MKTELEVISION
Post a Comment