এবার বিরামপুরে সাদিয়া তিন কন্যা জন্ম দিয়ে নামকরণ হলো স্বপ্ন, পদ্মা ও সেতু
দিনাজপুরের বিরামপুরে এবার একসঙ্গে তিন কন্যা সন্তান স্বপ্ন, পদ্মা ও সেতুর জন্ম দিয়েছেন সাদিয়া বেগম নামের এক মা।
সাদিয়া বেগম বিরামপুর উপজেলার জোতবানী ইউনিয়নের টেগরা গ্রামের জাহিদুল ইসলামের স্ত্রী।
১৮ জুলাই সোমবার দুপুরে বিরামপুর পৌর শহরের ডাঃ ইমার উদ্দিন কমিউনিটি হাসপাতালে নরমাল ডেলিভারির
মাধ্যমে তিনি এই তিন শিশু কন্যা সন্তানের জন্ম দেন।
বিষয়টি নিশ্চিত করেন কমিউনিটি হাসপাতালের পরিচালক ডাঃ ইমার উদ্দিন কায়েস।
তিনি জানান, সোমবার দুপুর ১২ টা ৪০ মিনিটে নরমাল ডেলিভারির মাধ্যমে স্বপ্ন, পদ্মা ও সেতুর জন্ম হয়।
মা ও সন্তানেরা সুস্থ আছেন।
তবে নবজাতক শিশুগুলোর উন্নত চেকআপের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপতালে রেফার্ড করা হয়েছে।
তিনি আরও জানান,
পদ্মা সেতুকে স্মরণীয় করে রাখতে এই তিন শিশু কন্যার নাম রাখা হয়েছে স্বপ্ন পদ্মা ও সেতু।
#MKTVBD #MKTELEVISION #MKTVBDNEWS
Post a Comment