ঘোড়াঘাটে গৃহবধুকে হত্যা, মহাসড়ক অবরোধ, ঘন্টা ব্যাপী মানব বন্ধন করেছে এলা...

ঘোড়াঘাটে গৃহবধুকে হত্যা, মহাসড়ক অবরোধ, ঘন্টা ব্যাপী মানব বন্ধন করেছে এলাকাবাসি #MKTV #MKTVBD #MKTVBDnews #MKTVNews #NewsNow #News #BangladeshNews

ঘোড়াঘাটে গৃহবধুকে হত্যা, মহাসড়ক অবরোধ, ঘন্টা ব্যাপী মানব বন্ধন করেছে এলাকাবাসি ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাট থানা পুলিশ কর্তৃক গৃহবধু রুমানা হত্যা মামলা ধামা-চাপা দেয়ার জন্য অপমৃত্যু মামলা রুজু করলে,শনিবার সকালে হাটপাড়া গ্রামের সামনে, দিনাজপুর টু বগুড়া মহাসড়ক অবরোধ করে, গৃহবধু হত্যা মামলা রুজুসহ বিচারের দাবীতে ঘন্টা ব্যাপী মানব বন্ধন করেছে এলাকাবাসি। ঘটনাটি ঘটেছে গেল বৃহস্পতিবার বিকেলে তোশাই গ্রামের রনি মিয়ার স্ত্রী মোছাঃ রুমানা আক্তারকে স্বামীসহ তার স্বজনরা হত্যা করে, লাশ সয়ন ঘরের তীরের সাথে ঝুিলয়ে থানা পুলিশকে সংবাদ দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে গৃহবধুর মরাদেহ উদ্ধার করে অপমৃত্যু মামলা রুজু করে, লাশ মর্গে পাঠিয়ে দেয়। এ-ঘটনায় থানা পুলিশের অবহেলার কারনে শনিবার সকালে সড়ক অবরোধ করে,ঘন্টাঁ ব্যাপী মানব বন্ধন করেছে এলাকাবাসি। মানব বন্ধনে বক্তারা গৃহবধু হত্যা মামলা রুজুসহ বিচারের দাবী জানান। এ ছাড়াও ঘোড়াঘাট থানার ওসি আবু হাসানের অপসরনের দাবীও জানিয়েছে। উলেলখ্য গত ৬-মাস পুর্বে ঘোড়াঘাট উপজেলার হাটপাড়া গ্রামের আশরাফুলের সুন্দরী কন্যা রুমানা আক্তারের সাথে একই উপজেলার তোশাই গ্রামের মৃত গোলজার হোসেনের ছেলে রনি মিয়ার বিয়ে হয়। বিয়ের মেহেদীর রং মুছতে না মুছতেই যৌতুকের বলি হয়ে গেল বৃহস্পতিবার সন্ধায় গৃহবধু রুমানাকে হত্যা করে লাশ সয়ন ঘরের তীরের সাথে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।
#MKTVBD #MKTELEVISION #MKTVBDNEWS

Post a Comment

[blogger]

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget