বিরামপুরে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন
দিনাজপুরের বিরামপুরে উপজেলা পর্যায়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট শুভ উদ্বোধন করা হয়।
বিরামপুরে উপজেলা প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু সভাপতিত্ব করেন উপজেলা নিবাহী অফিসার পরিমল কুমার সরকার, এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম বানু, বিরামপুর সরকারি কলেজের অধ্যক্ষ ফরহাদ হোসেন, মহিলা কলেজের উপাধ্যক্ষ মেজবাউল হক প্রেসক্লাবের সভাপতি আকরাম হোসেন।
ফুটবল টুর্নামেন্টে ১৬টি কিশোর-কিশোরী ফুটবল দল অংশগ্রহণ করে।
Post a Comment