নতুন কোন করারোপ ছাড়াই সৈয়দপুর পৌরসভার ১৭১ কোটি ২৮ লাখ টাকার বাজেট ঘোষণা
নতুন করে কোন করারোপ ছাড়াই প্রথম শ্রেণীর সৈয়দপুর পৌরসভা ২০২২-২৩ অর্থ বছরের ১৭১ কোটি ২৮ লাখ ৪ হাজার ১৮২ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।
৩০ জুন সৈয়দপুর পৌর কমিউনিটি সেন্টারে এ বাজেট ঘোষণা করেন মেয়র রাফিকা আকতার জাহান বেবী। এ সময় তিনি বাজেট সম্পর্কিত নানা প্রশ্নের উত্তর দেন।
বাজেটে পৌরকর ও রেট থেকে আয় দেখানো হয়েছে ১৯ কোটি টাকা ৬০ লাখ, বেতন-ভাতা খাতে সরকারি অনুদান ১ কোটি ৮২ লাখ টাকাসহ ৪৩ কোটি ২২ লাখ ৮ হাজার ৭৬৪ টাকা। এছাড়া নব নির্মিত সুপার মার্কেটের দোকানঘর বরাদ্দের সেলামী বাবদ ৫ কোটি, ফি বাবদ ৩ কোটি ১৮ লাখ ৩৮ হাজার, ভাড়া থেকে ৩ কোটি ৮১ লাখ, স্থাবর সম্পত্তি হতে ২ কোটি ৫০ লাখসহ অন্যান্য বিভিন্ন খাত থেকে সম্ভাব্য মোট আয় দেখানো হয়েছে ১৭১ কোটি ২৮ লাখ ৪ হাজার ১৮২ টাকা।
বাজেট অধিবেশনে প্রধান অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ ভারপ্রাপ্ত সভাপতি মোখছেদুল মোমিন। অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপি'র আহ্বায়ক আব্দুল গফুর সরকার, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মহসিনুল হক মহসিন,
প্যানেল মেয়র-১ শাহিন হোসেন, প্যানেল মেয়র-২ আবুল কাশেম দুলু, সঞ্চালনায় ছিলেন ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর জোবায়দুর রহমান শাহিন।পৌরসভার ১৫টি ওয়ার্ডের কাউন্সিলর ও নারী কাউন্সিররাসহ গণ্যমান্য ব্যক্তি,ব্যবসায়ি,সাংবাদিক,সুধীজন ও এসকেএস, ব্র্যাক, ইউএনডিপি, ওয়াটার এইডসহ বিভিন্ন দাতা ও সহযোগী সংস্থার স্থানীয় কর্তাবৃন্দ।
#MKTVBD #MKTVBDNEWS #MKTELEVISION
Post a Comment