হযরত মুহম্মদ (সা.) কে নিয়ে কটূক্তি করায় বিজেপি নেত্রীর শাস্তির দাবি রোম প্রবাসী I MK TV BD

হযরত মুহম্মদ (সা.) কে নিয়ে কটূক্তি করায় বিজেপি নেত্রীর শাস্তির দাবি রোম প্রবাসী I MK TV BD #italynews #italy_news #mktelevision #mktvnews #MKT

হযরত মুহম্মদ (সা.) কে নিয়ে কটূক্তি করায় বিজেপি নেত্রীর শাস্তির দাবি রোম প্রবাসী হযরত মুহম্মদ (সা.)কে নিয়ে কটূক্তি করায় বিজেপি নেত্রীর শাস্তির দাবিতে ফুঁসে উঠেছে রোম প্রবাসী মুসলিম কমিউনিটি মুসলিম কমিউনিটি রোম, ইতালির আয়োজনে গতকাল জুমার নামাজ পরবর্তী সময়ে সমাবেশ কর্মসূচিতে উত্তাল ছিল। রোমের প্রাণকেন্দ্র ভিত্তোরিও চত্তর বিভিন্ন মসজিদের ইমাম, খতিবগণ, কমিউনিটি ও রাজনৈতিক নেতাবৃন্দ ছাড়াও সাধারণ মানুষ স্বতঃস্ফুর্তভাবে এ বিক্ষোভে অংশ নেয়। এসময় আল্লাহ রাসুলের অবমাননার প্রতিবাদে বাংলা ইতালিয়ান ভাষায় লেখা বিভিন্ন বয়সীরা প্ল্যাকার্ড প্রদর্শন করেন। সমাবেশ থেকে অনতিবিলম্বে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির সাবেক মুখপাত্র নূপুর শর্মা ও দিল্লি শাখার গণমাধ্যম প্রধান নবীন কুমার জিন্দালের শাস্তি দাবি করা হয়। এছাড়াও বক্তারা বলেন, আমরা ইন্ডিয়া বা কোন দেশের বিরুদ্ধে নই, বরং যারা ধর্মের নামে বিশৃঙ্খলা সৃষ্টি করছে তাদের বিপক্ষে এই আন্দোলন। #MKTVBD #MKTELEVISION #MKTVBDNEWS

Post a Comment

[blogger]

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget