নীলফামারীর সৈয়দপুরে নবজাতক বিক্রির অভিযোগ । MK TV NEWS

নীলফামারীর সৈয়দপুরে নবজাতক বিক্রির অভিযোগ । MK TV NEWS


নীলফামারীর সৈয়দপুরে নবজাতক বিক্রির অভিযোগ । MK TV NEWS

নীলফামারীর সৈয়দপুরে নবজাতক বিক্রির অভিযোগ

ষ্টাফ রিপোর্টার :

নীলফামারীর সৈয়দপুরে মাত্র ২০ হাজার টাকায় এক নবজাতক বিক্রির অভিযোগ উঠেছে বাবা—মায়ের বিরুদ্ধে।
তবে খবর পেয়ে নবজাতককে উদ্ধার করে আবার মায়ের কোলেই ফিরিয়ে দিয়েছে পুলিশ। মঙ্গলবার সৈয়দপুর এক‘শ শয্যা হাসপাতালে এ ঘটনা ঘটে।
নবজাতকটি সৈয়দপুর শহরের নিচু কলোণী এলাকার হোটেল শ্রমিক নাদিম ও জ্যোসনা দম্পতির ছেলে।

পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, সকাল আটটায় সৈয়দপুর এক‘শ শয্যা হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন জোসনা বেগম। সকাল ১০ টার দিকে গাইনি বিভাগের চিকিৎসক ডা. মাসুদা আফরোজ মায়ের পাশে নবজাতকেকে দেখতে না পেয়ে বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে অবহিত করেন। পরে বিষয়টি জানাজানি হলে বেলা ১২টার দিকে সৈয়দপুর সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুর রহিম ঘটনাস্থলে গিয়ে নিচু কলোণী এলাকা থেকে লিমা আক্তার নামের এক নারীর কাছ থেকে নবজাতকটিকে উদ্ধার করে। লিমা ঐ এলাকার খায়রুল ইসলামের স্ত্রী।

অভিযোগ উঠেছে, জন্মের পর একই মহল্লার জামিলা খাতুন নামের এক নারীর কাছে ২০ হাজার টাকার বিনিময়ে সন্তানকে বিক্রি করে দেন নবজাতকের বাবা—মা।

তবে নবজাতকের মা জোসনা বেগমের দাবি, জামিলা বেগম তাঁর দুরসম্পর্কের বোন। তাঁর কোন পুত্র সন্তান না থাকায় তাঁকে সন্তানটি লালন—পালনের জন্য দেয়া হয়েছে। বিক্রি নয়, ২০ হাজার টাকা চিকিৎসা খরচের জন্য নিয়েছেন বলেও দাবি করেন জোসনা।

Post a Comment

[blogger]

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget