নীলফামারীতে কাঁচা মরিচ ২ টাকা কেজি, তাই জমিতেই পঁচে ফেলতে চাইছে চাষীরা।
আফরোজ আহমেদ সিদ্দিকী ( টুইংকেল ) স্টাফ রির্পোটার :
নীলফামারী দেশের মধ্যে মরিচ চাষে অন্যতম জেলা। এখানকার মরিচ চাষীরা দাম না পেয়ে হতাশ। চাষীরা বলছে মরিচ বিক্রী না করে জমিতেই পচিয়ে ফেলবো।
মৌসুমের শুরুতে মরিচের দাম কিছুটা ভালো পেলেও শেষের দিকে এসে জেলার বড় মরিচের হাট কয়টিতে হঠাৎ করে মরিচের দাম একেবারেই কমে গেছে। হাটে সরবরাহ কমে গেলেও জেলার সবচেয়ে বড় ডোমারের পঙ্গামটকপুর হাটে মরিচ সর্বনি¤œ ২ টাকা ও সর্বোচ্চ ৮ টাকা দরে পাইকাররা মরিচ কিনছে। এই হাট থেকে প্রতিদিন ৩ থেকে ৫ হাজার মন মরিচ বেচাকেনা হয়।
মরিচ চাষীরা বলছেন,বর্তমানে মরিচ বিক্রী করার চেয়ে গাছে রেখে দেওয়াই ভালো। কারন গাছ থেকে কেজি প্রতি মরিচ তুলতে যে খরচ হয় বাজারে এসে মরিচ বেচে সে খরচ উঠে না।
বড় মরিচ চাষী ও ব্যবসায়ীরা বলেন, আজ যে মরিচ আমরা ২ টাকা থেকে ৮ টাকা দরে বিক্রিী করছি সেই মরিচ কয়দিন পর আমাদের ১০০ টাকা পর্যন্ত কিনতে হবে। মৌসুমে যদি এইসব মরিচ সংরক্ষনের ব্যবস্থা করা যায় তাহলে চাষীদের অনেক উপকার হবে।
Post a Comment