ইতালির ভেনিসে মো: মোস্তফা মিয়ার নামাজে জানাজা সম্পন্ন

ইতালির ভেনিসে মো: মোস্তফা মিয়ার নামাজে জানাজা সম্পন্ন

 

 

https://youtu.be/NA5umtVdvHE

ইতালির ভেনিসে  মো: মোস্তফা  মিয়ার  নামাজে জানাজা সম্পন্ন 

 জাকির হোসেন সুমনব্যাুরো চিফ ইউরোপ :  

 

ইতালির ভেনিসের স্বনামধন্য   সংগঠন  আব্দুল্লাহপুর আঞ্চলিক  সমিতির  উপদেষ্টা  মো: মোস্তফা  মিয়ার নামাজে জানাজা  সম্পন্ন হয়েছে  

গত রবিবার সকাল ১১ টায় ভেনিসের মেসত্রের  পুরাতন জামে মসজিদ  সংলগ্ন চত্বরে  সংগঠনের সকল সদস্য  ও বিপুল সংখ্যক  প্রবাসী বাংলাদেশী  নামাজে জানাজায় অংশ  গ্রহন করেন   

  ৫ ই মে  চিকিৎসাধীন অবস্থায়  ভেনিসের সান জভান্নি পাওলো  হাসপাতালে মো: মোস্তফা মিয়া  মৃত্যু বরন করেন   মরহুমের  মৃতদেহ  হাসপাতালের   মর্গের হিমঘরে  রাখা হয়েছে  সকল  আইনি প্রকৃয়া  সম্পন্ন  করে  দ্রুত  সময়ের মধ্যে মরহুমের  মৃতদেহ  সংগঠনের নিয়ম অনুযায়ী  তাদের নিজ খরচে   বাংলাদেশে  পাঠানো হবে এবং  নিজ জন্মস্থান  কিশোরগন্জ জেলায় দাফন করা  হবে  

মোস্তফা মিয়ার  মৃত্যুতে ভেনিস প্রবাসী বাংলাদেদের মাঝে শোকের ছায়া নেমে আসে  নামাজে জানাজা শেষে  মরহুমের আত্মার শান্তি কামনা করে  দোয়া করা হয়

 

Post a Comment

[blogger]

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget