ব্যবসায়ী হাসান হত্যার বিচারের দাবীতে গাইবান্ধায় গণ অবস্থান কর্মসুচি পালিত
খালেদ হোসেন, গাইবান্ধা প্রতিনিধি :
গাইবান্ধার ব্যবসায়ী হাসান হত্যার বিচারের দাবীতে গণ অবস্থান কর্মসুচি পালিত হয়।
হাসান প্রতিবাদ মঞ্চের উদ্যোগে দুপুরে গাইবান্ধার পৌরপার্কে এ গণ অবস্থান কর্মসূচি পালন কালে হাসান হত্যার প্রতিবাদ মঞ্চের সমন্বয়ক প্রবীন রাজনীতিক আমিনুল ইসলাম গোলাপের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সিপিবি’র প্রেসিডিয়াম সদস্য মিহির ঘোষ, জেলা বারের সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বাবু, চেম্বার অব কর্মাসের সভাপতি শহীদুল ইসলাম শান্ত, সামাজিক সংগ্রাম পরিষদের সদস্য সচিব জাহাঙ্গীর কবীর তনু, জেলা জাসদ সভাপতি গোলাম মারুফ মনা, নারী নেত্রী নীলুফার ইয়াসমীন শিল্পী, শ্রমিক নেতা রেজাউন্নবী রাজু,সাংস্কৃতিক ব্যক্তিত্ব, ছাত্র, যুব, সামাজিক, সাংস্কৃতিক প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ।
আওয়ামী লীগ নেতা ও কুখ্যাত দাদন ব্যবসায়ী মাসুদ রানা সুদের টাকা আদায়ের জন্য শহরের জুতা ব্যবসায়ী হাসান কে নিজ বাড়িতে প্রায় একমাস আটকে রেখে নির্মম নির্যাতন চালায়। পুলিশে অভিযোগ দিলে তারা উল্টো মাসুদের জিম্মাতেই হাসানকে দেন। নির্যাতনের একপর্যায়ে গত ১০ এপ্রিল হাসানের ঝুলন্ত মরদেহ মাসুদ রানার বাড়ির বাথরুমে পাওয়া যায়। এ নিয়ে সদর থানায় হত্যা মামলা করা হয়েছে।
Post a Comment