দিনাজপুরের পার্বতীপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা মহিলার মৃত্যু ।। MK Television News
দিনাজপুরের পার্বতীপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা মহিলার মৃত্যু
দিনাজপুরের পার্বতীপুরে তিতুমীর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক মহিলার (৩০) মর্মান্তিক মৃত্যু হয়।
৭ ডিসেম্বর সোমবার দুপুর সাড়ে ১২টায় পার্বতীপুরের হলদিবাড়ী পল্লী বিদ্যুৎ স্টেশনের পুর্বে পার্বতীপুর —ফুলবাড়ী রেললাইনে নীলফামারীগামী তিতুমীর এক্রপ্রেস ট্রেনে কাটা পড়ে তার শরীর থেকে মস্তক বিচ্ছিন্ন হয়ে মৃত্যুবরন করেন। তার মাথার চুল খাটো এবং পরণে লাল পায়জামা ও গায়ে কালো সুয়েটার ছিল। এ ব্যাপারে পার্বতীপুর রেলওয়ে থানায় অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের করা হয়েছে। তদন্তকারী কর্মকর্তা এস আই আব্দুস সাত্তার জানান, লাশের সুরতহাল করে ময়না তদন্তের জন্য দিনাজপুর মর্গে পাঠানো হয়েছে।
তাং ০৭.১২.২০ইং
রিপোর্ট : মনজুরুল আলম এবং আল মামুন মিলন
Post a Comment