পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের পার্বতীপুর ভবের বাজারে ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিং’র শুভ উদ্বোধন করা হয়েছে। মেসার্স তানজুল টেলিকম এন্টার প্রাইজের পৃষ্টপোষকতায় উদ্বোধন করেন পার্বতীপুর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক মোঃ আমজাদ হোসনে সরকার।
এডিপি শাখা ব্যবস্থাপক এশিয়া ব্যাংক লিমেটেরে মোঃ আক্কাছ আলীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, ৬নং মোমিনপুর ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ড সদস্য পদ্মনাথ রায়, বিশেষ অতিথি হিসেবে, জয়নাল আবেদীন, মন্মথপুর প্রাথমিক কোঅপারেটিভ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুর রশিদসহ ইলেক্ট্রনিং এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিবৃন্দ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
অপরদিকে পর্বতীপুরের ভবের বাজার এলাকায় খাদ্য ভেজাল বিরোধী অভিযান চালিয়ে ভবের বাজারের তৃপ্তি হোটেলের মালিক হাসানকে ৩ হাজার টাকা জরিমানা এবং ভোনাথ মিষ্ঠান্ন ভান্ডারের মালিক ভোলানাথকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
শফিক/হাবিব ইফতেখার/শাহিনুর/এস রহমান