Home নির্বাচিত খবর দিনাজপুরের বিরামপুরে ১২শ ২০ বোতল ফেন্সিডিল উদ্ধার

দিনাজপুরের বিরামপুরে ১২শ ২০ বোতল ফেন্সিডিল উদ্ধার

42
0

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:

রবিবার দিনাজপুরের বিরামপুর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ওসি মনিরুজ্জামানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স এসআই ইয়াকুব আলী, এসআই খুরশিদ আল, এ এসআই সেলিম, এ, এসআই রামচন্দ্র, এ আই এস গোলজার অভিযান চালিয়ে পৌর এলাকা থেকে পৃথক পৃথক ভাবে ১টি ট্রাক ও ১টি পিকআপ আটক করে।

তল্লাশী চালিয়ে পিকআপ থেকে ৭ শত ২০ বোতল এবং ট্রাক থেকে ৫ শত বোতল ফেন্সিডিল সহ সাকিরুল ইসলাম (সাকিব) (২২) ও লিটন ইসলাম (২৬) নামক দুই মাদক ব্যবসায়ীকে আটক করে। এ বিষয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে।

আকরাম হোসেন/হাবিব ইফতেখার/শাহিনুর/এস রহমান

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here