স্টাফ রির্পোটার (সৈয়দপুর):
নীলফামারীর খড়খড়িয়া নদীতে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু হয়।
শুক্রবার দুপুরে(১৪জুন) এই ঘটনা ঘটে। নিহতরা হলেন সৈয়দপুর উপজেলা শহরের কাজীপাড়া এলাকার বাদল হোসেনের ছেলে কুরবান আলী (১৪) ও আবিদ আলীর ছেলে মেরাজ আলী(১৬)।
প্রচন্ড দাবদাহ থেকে রক্ষা পেতে খড়খড়িয়া নদীর বুড়িরকুড়া নামক স্থানে গোসল করতে নামে ওই দুই বন্ধু, গোসলে নেমে নদীর মাঝখানে গিয়ে আর তীরে ফিরে আসতে পারে নি তারা। জানতে পেরে এ সময় আশপাশের লোকজন উদ্ধার করে সৈয়দপুর ১’শ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করালে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন।
আফরোজ আহমেদ সিদ্দিকী টুইংকেল/হাবিব ইফতেখার/শাহিনুর/এস রহমান