ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুর শহরের গোরে শহীদ ঈদগাহ্ মাঠে ৩য় বারের মত ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়। ২৩ একর জমির উপর গড়ে ওঠা এই ঈদগাহ্ মাঠে সকাল সাড়ে ৮টায় একসাথে নামাজ আদায় করেন প্রায় ৬ লাখ মুসল্লি। স্থানীয়সহ আয়োজকদের দাবি এই মাঠে দেশের সর্ববৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনীর বেশ কয়েকটি স্তরের নিরাপত্তা থাকায় শান্তিপূর্নভাবে নামাজ অনুষ্ঠিত হয়। পুলিশের চেক পোষ্ট, ওয়াচ টাওয়ার, সিসি ক্যামেরা, পুলিশ বুথ স্থাপন করা হয়েছিল এই মাঠে। এক হাজারের বেশি আনসার, পুলিশ, র্যাব ও বিজিবি মোতায়েন ছিল। সাধারন মুসুল্লিরা এতোবড় জামাতে নামাজ পড়ে বেশ খুশি। রাজধানীসহ দুরদুরান্ত থেকে মানুষ এসেছে এই ঈদাগাহ্ মাঠে। বড় জামাতে শরিক হয়ে একসাথে হাত তুলে দেশ ও মুসলিম উম্মার শান্তি কামনায় মোনাজাত করা হয়।
জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ এই মাঠে একসাথে নামাজ আদায় করেন। তাদের দাবি এই গোরে শহীদ ঈদগাহ্ মাঠে ঈদের জামাত আদায় করেছে প্রায় ৫ লাখ মুসুল্লি। গতবারের মত এবারেও ঈদুল ফিতরের নামাজে ঈমামতি করেন আল্হাজ্ব মওলানা সামসুল আলম কাশেমী।
মোঃ হারুন-উর-রশীদ/হাবিব ইফতেখার/শাহিনুর/এস রহমান