ইতালি প্রতিনিধি:
বাংলা প্রেসক্লাব মিলান এর আয়োজনে কমিউনিটির নেতৃবৃন্দদের সাথে নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শুক্রবার স্থানীয় একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত বাংলা প্রেসক্লাব মিলান এর সভাপতি এ কে রুহুল সান এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক নাজমুল হোসেন এর পরিচালনায় ইফতার মাহফিলে আগত রোজাদারদের স্বাগত জানান বাংলা প্রেসক্লাব মিলানের সহ সভাপতি কমরেড খন্দকার, যুগ্ম সম্পাদিকা ফেরদৌসী আক্তার পলি, সাংগঠনিক সম্পাদক আল আমিন হোসাইন।
ইফতার মাহফিলে শুভেচ্ছা বক্তব্য রাখেন, মিলান বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল্লাল আল মামুন,মিলান আওয়ামীলীগের সহ সভাপতি খোরশেদ আলম, মিলান মুক্তিযুদ্ধা সংসদ এর সভাপতি জাকির হোসেন, বৃহত্তর ঢাকা সমিতির সভাপতি আনোয়ার বেপারী, মিলান বিএনপির যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান রিপন, কুমিল্লা সমিতির সভাপতি হাসিব আলম সেলিম, বৃহত্তর নোয়াখালী সমিতির সভাপতি মীর হোসেন বিপ্লব, বৃহত্তর সিলেট সমিতির সাবেক সভাপতি রুহিন আহমেদ, কুমিল্লা এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সিলেট ওয়েলফেয়ার এসোসিয়েশনের মো কামরুল হাসান, ফেনী সমিতির সাংগঠনিক সম্পাদক এনামুল হক রিমনসহ আরো অনেকে।
ইফতার পূর্বে রমজানের উপর আলোচনা এবং বিশ্ব মুসলমানদের শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করেন মিলান কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা জুনায়েদ সোবহান।
জাকির হোসেন সুমন/হাবিব ইফতেখার/শাহিনুর/এস রহমান