কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি:
কোম্পানীগঞ্জ চরপার্বতী ইউনিয়নে বন্ধু মহলের আয়োজনে অসহায় দুস্থদের মাঝে ঈদসামগ্রী বিতরন করা হয়।
সোমবার বিকেলে বন্ধু মহলের সভাপতি শানতুর সভাপতিত্বে ঈদ সামগ্রী বিতরন করেন প্রেসক্লাব কোম্পানীগঞ্জের সহ সভাপতি হাসান ইমাম রাসেল এসময় বন্ধু মহলের সদস্যবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। ঈদ সামগ্রীতে নতুন জামা পেয়ে শিশুরা মহাখুশি।
বন্ধু মহলের সদস্যরা বলেন ভবিস্যতে আমরা আরও বড় পরিষরে করবো বলে আশারাখি।
হাসান ইমাম রাসেল/হাবিব ইফতেখার/শাহিনুর/এস রহমান