ইতালি প্রতিনিধি:
স্পেনের মাদ্রিদে ব্রাহ্মণবাড়িয়াবাসীর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়|
মেহমান খানা রেস্টুরেন্টে আয়োজিত ইফতার মাহফিলে মাদ্রিদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের উপস্থিতিতে মিলন মেলায় পরিনিত হয় | ইফতার মাহফিলে সার্বিক পরিচালনায় ছিলেন কমিউনিটি নেতা সুরুজ্জামান মিয়া, মোঃ ফখরুল হাসান, সায়েম সরকার ও মঈন উদ্দিন।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠক শামীম আহমদ। হাবিবুর রহমানের পরিচালনায় শুরুতে কোরআন তেলাওয়াত করেন আল মামুন ডালিম| বক্তব্য রাখেন, বাংলাদেশ এসোসিয়েশনের সাবেক সভাপতি এস আর আই এস রবিন, বিশিষ্ট ব্যাবসায়ী মনোয়ার হোসেন মনু, দুলাল সাফা, জাকির হোসেন, আয়ুব আলী সোহাগ, বিক্রমপুর মুন্সীগঞ্জ সমিতির সভাপতি মাহবুবুর রহমান ঝন্টু, সাধারন সম্পাদক রাসেল দেওয়ান, বৃহত্তর ফরিদপুরের এমদাদ হাওলাদার, তরুণ রাজনীতিবিদ রফিক খান, এফ এম ফারুক পাভেল, নূর মুহাম্মদ রিপন, ইসলাম উদ্দিনহসহ আরো অনেকে।
অনুষ্ঠানে মুনাজাত পরিচালনা করেন, হাফিজ জহির উদ্দিন|
জাকির হোসেন সুমন/হাবিব ইফতেখার/শাহিনুর/এস রহমান