Home নির্বাচিত খবর কোম্পানীগঞ্জ দারুল ফালাহ মাদ্রাসায় ইফতার মহফিল অনুষ্ঠিত

কোম্পানীগঞ্জ দারুল ফালাহ মাদ্রাসায় ইফতার মহফিল অনুষ্ঠিত

47
0

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি:

নোয়াখালীর কোম্পানীগঞ্জ চরহাজারীতে দারুল ফালাহ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

বুধবার বিকেলে মদ্রাসার অধ্যাক্ষ আবু বকর ছিদ্দিকের সঞ্চালনায় ইফতার মাহফিলে  উপস্থিত ছিলেন বসুরহাট  পৌর কাউন্সিলর শিমুল চৌধুরী, সাংবাদিক হাসান ইমাম রাসেল, বসুরহাট ব্যাবসায়ী সমিতির সহসভাপতি নাজিম উদ্দিন নিজাম, ইউপি সদস্য এনায়েত ছোটন,  যুবলীগ নেতা রাফেল চৌধুরী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ   ।

হাসান ইমাম রাসেল/হাবিব ইপতেখার/শাহিনুর/এস রহামন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here