ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের ঘাটাইলে সরকার নির্ধারিত এক হাজার চল্লিশ টাকা মন দরে বোরো ধান ও নির্ধারিত ৩৬ টাকা কেজি মূল্যে চাল সংগ্রহের উদ্বোধন করা হয়।
রবিবার বিকালে উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগ আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথী হিসাবে উপস্থিত থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন স্থানীয় এমপি আতাউর রহমান খান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুল ইসলামের সভাপতিত্বে উপজেলা খাদ্য গুদাম প্রাঙ্গনে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথী ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম লেবু। এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা সুলতানা শিল্পী, জেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ কামাল হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, ঘাটাইল খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন, আনেহলা ইউপি চেয়ারম্যান তালুকদার শাহজাহান, ঘাটাইল ইউপি চেয়ারম্যান হায়দর আলীসহ চাল কল মালিক ও স্থানীয় কৃষকরা।
আব্দুল লতিফ/হাবিব ইফতেখার/শাহিনুর/এস রহমান