বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:
স্বপ্নে বিভোর কৃষকরা তাই তাদের লিচু বাগানকে পরিচর্যা করে চলেছেন পরম মমতায়। কারন এরই উপর নির্ভর করছে নিজেদের আর্থিক ভাবে সচ্ছল হওয়া সন্তানদের লেখাপড়া সহ ভরনপোষনের কাজ। তাই তাদের এই প্রাণান্তকর চেষ্টা। সরেজমিনে শুক্রবার (১৭ মে ) উপজেলার লিচু বাগান ঘুরে দেখা যায়, কেউ সার মাটি দিয়ে গাছের গোড়া পরিচর্যা করছেন কেউবা ভিটামিন-হরমোন স্প্রে করছেন, যাতে লিচুর দানাগুলি পূর্ণতা পায়।
আজমল হক আদিল/হাবিব ইফতেখার/শাহিনুর/এস রহমান