বেনাপোল (যশোর) প্রতিনিধি:
যশোরের বেনাপোল চেকপোষ্ট আন্তর্জাতিক প্যাসেজ্ঞার টার্মিনালের পিছনে ২৫টি পরিবারকে অবরুদ্ধ করে জনগনের চলাচলের রাস্তা বন্ধ করে বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষ ব্যাংকের বুথের নির্মান কাজ করায় স্থানীয় জনগন ফুসে উঠেছে। ওই এলাকার মহিলারা বন্দরের নির্মাণ কাজ বন্ধ করে দিয়ে নিজেরাই কোদাল হাতে খননকৃত জায়গায় মাটি ভরাট করে দিয়েছে। একমাত্র রাস্তাটি বন্ধ হলে তাদের যাতায়াত আর ছেলে, মেয়েদের লেখা-পড়া বন্ধ হয়ে যাবে। গায়ে হাত দিয়ে অত্যাচার করার চেয়েও নির্মম ভাবে কৌশল অবলম্বন করে মানসিক ভাবে অত্যাচার করছে বলে একাধিক অভিযোগ ওই ভুক্তভোগি ২৫টি পরিবারের।
রাসেল ইসলাম/হাবিব ইফতেখার/শাহিনুর/এস রহমান