জেদ্দা (সৌদি আরব) প্রতিনিধি:
চট্টগ্রাম দক্ষিণ জেলা বোয়ালখালীর কৃতি সন্তান শিক্ষানুরাগী পরিচ্ছন্ন সংগঠক, সাবেক ছাত্রনেতা, জেদ্দার সফল ব্যবসায়ী, শাহিদুল ইসলাম সাহেদ চৌধুরীকে জনপ্রিয় টিভি চ্যানেল একুশে টেলিভিশন দর্শক ফোরাম জেদ্দা সৌদি আরব এর সভাপতি নির্বাচিত করায় “সংবর্ধনা” দেওয়া হয়।
মোহাম্মদ ফিরোজ/হাবিব ইফতেখার/শাহিনুর/এস রহমান