গাইবান্ধা প্রতিনিধি:
আন্তজেলা মটর সাইকেল চোরচক্রের তিন সদস্যসহ এক মটর সাইকেল উদ্ধার করেছেন গাইবান্ধা সদর থানা পুলিশ। গেল ১০/০৪/২০১৯ তারিখে এক পুলিশ সদস্যের নিজ বাড়ি হতে একটি মটর সাইকেল চুরি হয়। উক্ত চুরির অভিযোগের ভিত্তিতে সদর থানা পুলিশের প্যাপক অভিযানে ২১/০৪/২০১৯ তারিখে ১নং আসামি নুরুল ইসলাম গ্রেফতার হয়।
খালেদ হোসেন/হাবিব ইফতেখার/শাহিনুর/এস রহামন