বেনাপোল (যশোর) প্রতিনিধি:
সরিষা গাছে ভূত, প্রশ্ন আপনাদেরকেই। কথিত তথ্যটি কি আমাদের সমাজে প্রতিনিয়ত বিরাজ করছে প্রতিটি প্রতিষ্ঠানেই? যেখানে ভূতের ভয় মানে অন্যায়ের প্রতিকার করার জন্য মানুষ আইনের আশ্রয় চায় থানা পুলিশের কাছে। অথচ সেখানে সারাদেশে কিছু সংখ্যক দূর্নীতিবাজ পুলিশ সদস্যরা আইনে পোষাক পড়ে প্রতিনিয়ত সাধারণ মানুষকে বিভিন্ন মিথ্যা মামলায় জড়িয়ে তাদের কাছে ছিনিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। গড়ে তুলছে নিজেরাই অন্যায়ের জগৎ আর সেই সাথে কালো টাকার পাহাড়। তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে? প্রতিবাদ করলেই মিথ্যে মামলার ভয় ফলে একটি সুন্দর পরিবারকে ধ্বংশে পথে ধাবিত করছে। কেন এমন নীতিতে কিছু পুলিশ সদস্যরা মরিয়া হয়ে উঠছে। এই প্রশ্ন আপনার আমার প্রতিটি সচেতন নাগরিকসহ উর্দ্ধতন কর্মকর্তাদের কাছে।
রাসেল ইসলাম/হাবিব ইফতেখার/শাহিনুর/এস রহমান
