ষ্টাফ রিপোর্টার (রংপুর) :
ঐতিহাসিক মুজিব নগর দিবস উপলক্ষ্যে যথাযোগ্য মর্যাদায় সারা দেশের মত রংপুরেও মুজিব নগর দিবস পালিত হয়।
এই উপলক্ষ্যে বুধবার দুপুরে রংপুর জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। রংপুর টাউন হলে জেলা প্রশাসক এনামুল হাবীব এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিভাগীয় কমিশনার মোহাম্মদ জয়নুল বারী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মেট্রোপুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল আলীম মাহমুদ, জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট সাফিয়া খানম,জেলা আওয়ামী লীগ সভাপতি মমতাজ উদ্ধিন আহমেদসহ আরো অনেকে।
এস করিম/হাবিব ইফতেখার/শাহিনুর/এস রহমান