Home সংবাদ বিভাগ “সুরঞ্জনা , অইখানে যেয়োনাকো তুমি….”

“সুরঞ্জনা , অইখানে যেয়োনাকো তুমি….”

136
0

এখন কেন জানি কেউ কবিতা শুনতেই চায় না।অন্য কিছু চায়, তাহলে প্রচুর Like, Comment, Share দেখা যায়।যেন কবিতা ভিক্ষা চাইছে।তবে যাদের হৃদয় আছে তারা অবশ্যই শুনেন, দেখেন, পড়েন এবং লেখেন। আমার এই কবিতা তাদেরি জন্য।এবার কবিতা শোনার সাথে দৃশ্য দেখেন।ভাল-মন্দ আপনাদের মনের মণিকোঠা থেকে Comment করে জানাবেন, তাহলেই তো অনুপ্ররণা পাবো।না কি বন্ধুরা। দেখার সাথে শুনুন – কবি জীবনানন্দ দাশ এর আকাশলীনা –

“সুরঞ্জনা ,অইখানে যেয়োনাকো তুমি….”

ফিরে এসো সুরঞ্জনাঃ
নক্ষত্রের রূপালি আগুন ভরা রাতে;

ফিরে এসো এই মাঠে , ঢেউয়ে;
ফিরে এসো হৃদয়ে আমার;
দূর থেকে দূর – আরো দূরে
যুবকের সাথে তুমি যেয়োনাকো আর।

কী কথা তাহার সাথে? -তার সাথে!
আকাশের আড়ালে আকাশে
মৃত্তিকার মত তুমি আজ:
তার প্রেম ঘাস হয়ে আসে।

সুরঞ্জনা,
তোমার হৃদয় আজ ঘাস:
বাতাসের ওপারে বাতাস-
আকাশের ওপারে আকাশ।
(আকাশলীনা – জীবনানন্দ দাশ)
——-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here