জেদ্দা (সৌদিআরব) প্রতিনিধি:
চট্টগ্রাম কক্সবাজারে নিজস্ব অফিসে dxn কর্তৃক আয়োজিত একটি সেমিনারের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি নাগরিক মোহাম্মদ মিশাল মনসুর এবং লোকমান চৌধুরী এর যৌথ সঞ্চালনায় প্রধান আলোচক ছিলেন প্রফেসর রেজাউল করিম| আরো উপস্থিত ছিলেন মোঃ আলম, সাংবাদিক হানিছ সরকার উজ্জ্বলসহ আরো অনেকে।
(ভিডিওতে বিস্তারিত দেখুন)
মোহাম্মদ ফিরোজ/হাবিব ইফতেখার/শাহিনুর/এস রহমান