ডেস্ক রির্পোট (পার্বতীপুর):
দিনাজপুর পার্বতীপুরের জ্ঞানাঙ্কুর পাইলট উচ্চ বিদ্যালয় এবং বালিকা উচ্চ বিদ্যালয়ের ১৯৮৬-৮৭ ব্যাচের শিক্ষার্থীদের পরিবার পরিজনসহ এক মহা মিলন মেলা অনুষ্ঠিত হয়।
শুক্রবার সকালে সারাদিন ব্যাপি পার্বতীপুর অডিটরিয়ামে এ পূনর্মিলন অনুষ্ঠিত হয়। দুপুরে মধ্যান্ন ভোজের পর শিশুদের খেলাখাধুলা মহিলাদের বালিশ খেলাসহ অসুস্থ বন্ধুদের অর্থিক সহযোগিতার লক্ষে র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় সাংস্ক্রিতিক অনুষ্ঠানের ম্যদিয়ে পুনর্মিলন অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
এসময় জ্ঞানাঙ্কুর পাইলট উচ্চ বিদ্যালয় এবং বালিকা উচ্চ বিদ্যালয়ের ১৯৮৬-৮৭ ব্যাচের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
(ভিডিওতে বিস্তারিত দেখুন)
হাবিব ইফতেখার/শাহিনুর/এস রহমান