ষ্টাফ রির্পোটার (সৈয়দপুর):
আন্তঃজেলা জাতীয় মহিলা কাবাডি প্রতিযোগীতা ২০১৮-১৯ শুরু হয়েছে নীলফামারীতে।
বৃহস্পতিবার সকালে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এর উদ্বোধন করেন রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য। এতে সভাপতিত্ব করেন পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন।
জেলা ক্রীড়া সংস্থা ও জেলা পুলিশের যৌথ আয়োজনে প্রতিযোগীতার ব্যবস্থাপনায় রয়েছে বাংলাদেশ কাবাডি ফেডারেশন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক বেগম নাজিয়া শিরিন, নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ, জেলা ক্রীড়া সংস্থা সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন।
রংপুর ও রাজশাহী জেলার আটটি দল অংশ নিচ্ছে এতে। শনিবার ১৬মার্চ অনুষ্ঠিত হবে এর ফাইনাল খেলা।
আফরোজ আহমেদ সিদ্দিকী (টুইংকেল)/হাবিব ইফতেখার/শাহিনুর/এস রহমান