ইউরোপ ব্যুরো:
ইউকের ভিত্তক পত্রিকা বাংলা কাগজ কমিউনিটি এওয়ার্ড ২০১৯ এবার ইটালীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই উপলক্ষে মিলান, ভেনিসের পর রোমের কমিউনিটির নেতৃবৃন্দের সঙ্গে একটি মত বিনিময় সভার আয়োজন করে বাংলা কাগজ রোম।
রাজধানী রোমের একটি হলে আয়োজিত এই মত বিনিময় সভার সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা লুৎফর রহমান। সাংবাদিক লাবন্য চৌধুরীর সঞ্চালনায় বাংলা কাগজের নির্বাহী সম্পাদক রিয়াদ আহাদ এই কমিউনিটির এওয়ার্ড এর বিস্তারিত তুলে ধরেন। বক্তব্য রাখেন অল ইউরোপ বাংলাপ্রেস ক্লাবের সভাপতি মনিরুজ্জামান মনির, সাংবাদিক হাসান মাহমুদ ও নাজমুল হোসেন। এই সময় রোমের রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
আগামী ১৪ এপ্রিল বন্দর নগরী ভেনিসে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই এওয়ার্ড প্রদান করা হবে।
জাকির হোসেন সুমন/হাবিব ইফতেখার/শাহিনুর/এস রহমান