Home নির্বাচিত খবর যশোরের শার্শা সীমান্ত থেকে ফেন্সিডিলসহ মোটর ভ্যান উদ্ধার

যশোরের শার্শা সীমান্ত থেকে ফেন্সিডিলসহ মোটর ভ্যান উদ্ধার

47
0

বেনাপোল (যশোর) প্রতিনিধি:

যশোরের শার্শার কায়বা সীমান্ত কামারবাড়ী মোড় থেকে ১৪০ বোতল ফেন্সিডিলসহ মোটরভ্যান উদ্ধার করেছে বিজিবি সদস্যরা।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৯টার সময় ২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের কায়বা বিওপির’র একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানাধীন কায়বা গ্রামস্থ কামারবাড়ী মোড় নামক স্থানে অভিযান চালিয়ে ১৪০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ একটি মোটর চালিত ভ্যান উদ্ধার করতে সক্ষম হয়……….

(ভিডিওতে বিস্তারিত দেখুন, লাইক/শেয়ার এবং সাবস্ক্রাইব করুন)

www.mktelevision.net/আয়ুব হোসেন পক্ষী/হাবিব ইফতেখার/শাহিনুর/আরিফুর ইসলাম/আনিছা সরকার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here