হিলি (দিনাজপুর) প্রতিনিধি:
ভারতের শিশু শোধনাগাড়ে আটক থাকার পর হিলি ইমিগ্রেশন চেকপোষ্ট দিয়ে দেশে ফিরেছে ৪ কিশোর।
বৃহস্পতিবার দুপুরে বিজিবি ও বিএসএফের উপস্থিতিতে সীমান্তের শুন্য রেখায় ভারতের হিলি অভিবাসন পুলিশ, বাংলাদেশ হিলি ইমিগ্রেশন পুলিশের নিকট কিশোরদের হস্তান্তর করেন। বিভিন্ন সীমান্ত দিয়ে দালালের মাধ্যমে অবৈধভাবে ভারতে প্রবেশ করলে ভারতের সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ সদস্যরা তাদের আটক করে দক্ষিন দিনাজপুরের বালুরঘাট শিশু শোধনাগাড়ে পাঠায়। পর দুদেশের আইনি প্রক্রিয়া শেষে তাদের দেশে ফিরিয়ে আনা হয়…………..
(ভিডিওতে বিস্তারিত দেখুন, লাইক/শেয়ার এবং সাবস্ক্রাইব করুন)
www.mktelevision.net/আকতার হোসেন বকুল/হাবিব ইফতেখার/শাহিনুর/এস রহমান