ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ঘোড়াঘাট বগুড়া মহাসড়কের নিতাইশা পুকুরের সামনে যাত্রীবাহি বাস ও ভটভটির সাথে মুখোমুখি সংঘর্ষে ভটভটির চালক নিহত হয়।
মঙ্গলবার বিকাল ৪টার সময়-দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নিতাইশা পুকুরের সামনে বগুড়া মহাসড়কে একটি যাত্রীবাহি বাস ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছে। নিহত ভটভটির চালক ঐ উপজেলার হাটপাড়া গ্রামের জরিফ উদ্দিনের ছেলে মুন্টু মিয়া (১৭) বলে জানা যায়। এ ব্যাপারে ঘোড়াঘাট থানায় একটি মামলা হয়।
(ভিডিওতে বিস্তারিত দেখুন, লাইক/শেয়ার এবং সাবস্ক্রাইব করুন)
www.mktelevision.net/মীর হান্নান/হাবিব ইফতেখার/শাহিনুর/এস রহমান