Home নির্বাচিত খবর যশোর বেনাপোলের বড় আঁচড়া থেকে ৫০০ গ্রাম হিরোইন উদ্ধার

যশোর বেনাপোলের বড় আঁচড়া থেকে ৫০০ গ্রাম হিরোইন উদ্ধার

38
0

বেনাপোল (যশোর) প্রতিনিধি:

যশোরের বেনাপোল সীমান্ত এলাকা থেকে ৫০০ গ্রাম হিরোইন উদ্ধার করে বিজিবি।

বুধবার রাত সাড়ে ৭টার সময় বড়আঁচড়া প্রাইমারি স্কুলের পাশ থেকে ৫০০ গ্রাম হিরোইন উদ্ধার করা হয়। এ সময় কোন পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি।

৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল আইসিপি ক্যাম্পের নায়েব সুবেদার আমজাদ হোসেন (পিবিজিএম) জানান, গোপন সংবাদে জানতে পারে, মাদক ব্যবসায়ীরা ভারত থেকে হিরোইন এনে যশোর নেওয়ার জন্য বেনাপোল বড় আঁচড়া প্রাইমারি স্কুলের পাশে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে হাবিলদার কেরামত আলী, ল্যান্স নায়েক আব্দুর রহমান, ল্যান্স নায়েক নজরুল ইসলাম, সিপাহী সিদ্দিকুর রহমান ও সিপাহী সুহানুর রহমান সেখানে অভিযান চালিয়ে ৫০০ গ্রাম হিরোইন উদ্ধার করেন। যার বাজার মূল্য ৫০ লাখ টাকা বলে জানায় বিজিবি।

হিরোইন উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন, আইসিপি বিজিবি ক্যাম্প ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল আরিফুল হক।

 

(ভিডিওতে বিস্তারিত দেখুন, লাইক/শেয়ার এবং সাবস্ক্রাইব করুন)

www.mktelevision.net/আয়ুব হোসেন পক্ষী/হাবিব ইফতেখার/শাহিনুর/মৌরী/রফিক

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here