ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুর ফুলবাড়ীতে শত্র“তা বসত পুকুরে বিষ দিয়ে ৩০ লক্ষ টাকার মাছের ক্ষতি সাধন করা হয়।
দুর্বৃত্তরদের দেয়া বিষে ৩০ লাখ টাকার মাছ ধ্বংশ হয়ে গেছে বলে দাবি করছেন পুকুর মালিক।
রোববার উপজেলার শিবনগর ইউনিয়নের গঙ্গাপ্রসাদ এলাকায় ঐতিহাসিক মৎসর বীলে এই বিষ দেয়ার ঘটনা ঘটে। এ বিষ প্রয়োগে প্রায় ৪০০ মন মাছ মরে গেছে, ফলে এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি সাধিত হয়। ৫০ একরের আয়তনের এই জলাশয় মৎস্যর বীলে প্রায় ৫০০ মন মাছ ছিল, তার প্রায় ৪০০ মন মাছ মরে গেছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, বীলের পানিতে ছোট-বড় অসংখ্য মাছ মরে ভেসে উঠেছে, পুকুরের মালিক তাজা মাছগুলো আহরন করে বাজার জাত করার চেষ্ঠা করছেন। এঘটনায় পুকুর পরিদর্শন করেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আব্দুস সালাম চৌধুরী, অফিসার ইনচার্জ শেখ নাসিম হাবিব, মৎস্য কর্মকর্তা মাজনুন নাহার মায়াসহ আরো অনেকে।
(ভিডিওতে বিস্তারিত দেখুন, লাইক/শেয়ার এবং সাবস্ক্রাইব করুন)
www.mktelevision.net/হারুন-উর-রশীদ/হাবিব ইফতেখার/শাহিনুর/মৌরী/রফিক