ষ্টাফ রিপোর্টার:
শিক্ষকদের যোগ্য প্রতিনিধি নিশ্চিত করনে ব্রাক্ষনবাড়িয়া-২ (সরাইল আশুগঞ্জ) আসনে অধ্যক্ষ শাহাজাহান আলী সাজুর পক্ষে মনোনয়ন প্রত্যাশায় সংবাদ সম্মেলন করে স্বাধীনতা শিক্ষক কর্মচারী ফেডারেশন রংপুর জেলা শাখা।
শুক্রবার দুপুরে রংপুর নগরীর একটি কমিউনিটি হলরুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে, আসন্ন একাদশ সংসদ নির্বাচনে অধ্যক্ষ শাহাজাহান আলী সাজুর পক্ষে আওয়ামীলীগ থেকে মনোনয়নের দাবী জানানো হয়।
সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, স্বাধীনতা শিক্ষক কর্মচারী ফেডারেশন এর যুগ্ন মহাসচিব ও রংপুর জেলা শাখার সভাপতি শামছুল হুদা প্রামানিক। এ সময় উপস্থিত ছিলেন, জেলা সাধারন সম্পাদক মাহবুবার রহমান, সহ সভাপতি ইকবাল হোসেনসহ ফেডারেশনের প্রতিনিধিসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ।
(ভিডিওতে বিস্তারিত দেখুন, লাইক/শেয়ার এবং সাবস্ক্রাইব করুন)
www.mktelevision.net/শফিউল করিম শফিক/হাবিব ইফতেখার/শাহিনুর/মৌরী/রফিক