বেনাপোল (যশোর) প্রতিনিধি:
বেনাপোলের বড় আচড়া সীমান্ত ও আমড়াখালী চেকপোস্টে পৃথক পৃথক অভিযান চালিয়ে এক হুন্ডি ব্যাবসায়িসহ ২১ জনকে আটক করেছে বিজিবি।
যশোর ৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল আরিফুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে বুধবার সকালে বেনাপোল বড়আচঁড়া সীমান্ত ও আমড়াখালী চেকপোস্ট দিয়ে ২০ জন বাংলাদেশে অনুপ্রবেশ করছে। এমন সংবাদের ভিত্তিতে বড় আচঁড়া সীমান্তে অভিযান চালিয়ে ১১ জনকে আটক করা হয়, এবং আমড়াখালী চেকপোস্টে পরিবহন তল্লাশী করে আরো ৯ জনকে আটক করা হয়।
এদের মধ্যে ৪ জন নারী ও ১৬ জন পুরুষ রয়েছে। তাদের বাড়ী খুলনা, নোয়াখালী, গোপালগঞ্জ, বরিশাল ও নড়াইল জেলায়। একই সময় বেনাপোলের আমড়াখালী চেকপোস্ট থেকে বাসে তল্লাশী চালিয়ে ৮ লক্ষ টাকা মূল্যের ইমিটেশন জব্দ করা হয়েছে। অপরদিকে বেনাপোলের সাদীপুর সীমান্ত থেকে ১০ লক্ষ হুন্ডির টাকাসহ রাসেল নামে এক হুন্ডি পাচারকারীকে আটক করা হয়। আটক রাসেল সাদীপুর গ্রামের তুফার আলীর ছেলে।
(ভিডিওতে বিস্তারিত দেখুন, লাইক/শেয়ার এবং সাবস্ক্রাইব করুন)
www.mktelevision.net/আয়ুব হোসেন পক্ষী/হাবিব ইফতেখার/শাহিনুর/রফিক/মৌরী