সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি:
বিএনপির গুলশান কার্যালয়ে সাক্ষাতপর্বে নোয়াখালীর- ২ আসনে মনোনয়ন সংগ্রহকারিদের সাথে সাবেক এমপি জয়নুল আবেদিন ফারুকের অসদাচারনের অভিযোগে সেনবাগে প্রতিবাদ সমাবেশ করেছে কাজী মফিজুর রহমানের নেতৃত্বে বিএনপির একটি অংশ।
বুধবার সকাল ১০টায় বিপুল সংখ্যক নারী ও পুরুষ মিলিত হয়ে সেনবাগ সরকারি বালিকা বিদ্যালয়ের সামনে থেকে একটি মৌন মিছিল বের করে। পরে কাজী ব্রিকফিল্ডে গিয়ে আবু জাফরের সভাপতিত্বে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও নোয়াখালী-২ আসনের মনোনয়ন প্রত্যাশী কাজী মফিজুর রহমান। বক্তব্য রাখেন, বিএনপি নেতা আবদুল্যা আল মামুন, ফারুক বাবুল, হানিফ ব্যাপারী, আবদুল হান্নান লিটন, হারুন চেয়ারম্যান, জেলা পরিষদ সদস্য জহির, বাবুল, জাফরসহ আরো অনেকে।
(ভিডিওতে বিস্তারিত দেখুন, লাইক/শেয়ার এবং সাবস্ক্রাইব করুন)
www.mktelevision.net/মোঃ হারুন/হাবিব ইফতেখার/শাহিনুর/মৌরী/রফিক