ব্যুরো প্রধান (ইউরোপ):
স্পেনে বাংলাদেশ ছাত্রলীগ স্পেন শাখার উদ্যোগে জেল হত্যা দিবস পালন ও স্মরন সভা অনুষ্ঠিত হয়।
স্পেন আওয়ামীলীগের স্থায়ী কার্যালয়ে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ইসমাইল হোসাইন রায়হানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অজিহ উদ্দিন মারুফের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্পেন আওয়ামী লীগের সহসভাপতি বোরহান উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্পেন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল ইসলাম, আওয়ামী লীগ নেতা ইফতেখার আলম ও এনাম আলী খান। সভায় বক্তব্য রাখেন, ছাত্রলীগের সাইফুর রহমান রাজিব, বাপ্পি রহমান নাবিল, আবদুন নূর নীরব, সাদেক লস্কর, ইলিয়াস শাহ রাজু, কেএম শফিকুন নূর, মিন্টু, সাব্বির, মোকাদ্দেস, মিরাজুল হোসাইনসহ আরো অনেকে…………………….
(ভিডিওতে বিস্তারিত দেখুন, লাইক/শেয়ার এবং সাবস্ক্রাইব করুন)
www.mktelevision.net/জাকির হোসেন সুমন/হাবিব ইফতেখার/শাহিনুর/মৌরী/রফিক