গাইবান্ধা প্রতিনিধি:
এবছর বন্যার প্রভাব না পড়ায় গাইবান্ধায় মাঠের পর মাঠ রোপন হয়েছে আমন ধান। ফলনও ভালো হয়েছে। কিন্তু ধানের শীষ হবার সাথে সাথে পাতা মোড়ানো পোকার আক্রমনে উঠতি ধানী জমিতে কৃষকের স্বপ্ন পুড়ে ছাই হচ্ছে জমিতে। পাতা মোড়ানো পোকার আক্রমনে শুকিয়ে বিবর্ণ হয়ে মরে যাচ্ছে ধানগাছ। ওষুধেও কাজ বা প্রতিকার মেলেনি। তাই অপুষ্ট নষ্ট ধান গো-খাদ্য হিসেবে কেটে নিতে বাধ্য হচ্ছে কৃষকরা। এ অবস্থা জেলার সাত উপজেলার অধিকাংশ জমিতে।
বন্যার পানি স্থায়ী না হওয়ায় এবার গাইবান্ধার একলক্ষ ২৫ হাজার ছয়শত ৩০ হেক্টর জমিতে আমন চারা রোপন করেছে চাষীরা। ফলনও হয়েছে ভালো। থোকা থোকা শীষ আসতে শুরু করেছে। কিন্তু এর মধ্যে শুরু হয় পাতা মোড়া পোকার আক্রমন। জমির বিভিন্ন অংশে ধান গাছের পাতা শুকিয়ে বিবর্ন হতে শুরু করে পাতাগুলো পড়ে যাচ্ছে জমিতে। এক পর্যায়ে গোড়া পচন ধরে গাছ মরে যাচ্ছে। ধার- দেনা করে চাষ করে পোকার আক্রমনে এখন দিশেহারা কৃষকরা………………………
(ভিডিওতে বিস্তারিত দেখুন, লাইক/শেয়ার এবং সাবস্ক্রাইব করুন)
www.mktelevision.net/খালেদ হোসেন/হাবিব ইফতেখার/শাহিনুর/রফিক