বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:
চাকুরি স্থায়ীকরন এবং অভিজ্ঞদের পুনরায় চাকুরিতে বহালের দাবীতে কেন্দ্রিয় কর্মসূচীর অংশ হিসেবে দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এ কর্মরত মিটার রিডার এবং ম্যাসেঞ্জাররা কর্ম বিরতিসহ মানববন্ধন করে।
শনিবার বেলা ১২টা থেকে দুপুর ১টা পর্যন্ত পল্লী বিদ্যুৎ সমিতি, দিনাজপুর-২ কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধনে লিখিত বক্তব্যে জানানো হয়, দেশের কিছু সমিতির মহা ব্যবস্থাপকগনের যোগসাজোশে অভিজ্ঞ মিটার রিডারদের ছাটাই করে নতুন করে নিয়োগ দিতে মোটা অংকের বানিজ্যের পাঁয়তারা করছে। অভিজ্ঞ মিটার রিডারদের ছাঁটাই করে বর্তমান কর্মরত মিটার রিডার ও ম্যাসেঞ্জারদের কাজ দ্বিগুন করা হয়েছে। পূর্বে একজন মিটার রিডার দুই হাজার মিটার রিডিং করতো এবং একজন ম্যাসেঞ্জার দুই হাজার বিল বিলি করতো। কিন্তু বর্তমানে একজন ম্যাসেঞ্জারকে দিয়ে চার হাজার মিটার রিডিং করানো হচ্ছে এবং ম্যাসেঞ্জারকে দিয়ে চার হাজার বিল বিতরন করানো হচ্ছে………………………..
(ভিডিওতে বিস্তারিত দেখুন, লাইক/শেয়ার এবং সাবস্ক্রাইব করুন)
www.mktelevision.net/আকরাম হোসেন/হাবিব ইফতেখার/শাহিনুর/রফিক/মৌরী