নোয়াখালী প্রতিনিধি:
“সফল অপারেশনের জন্য এ্যানেস্থিসিয়া ও অন্যান্য টিম ওয়ার্ক হলো সফলতার চাবিকাঠি” এ প্রতিপাদ্যের আলোকে নোয়াখালীতে ১৭২তম বিশ্ব এ্যানেস্থিসিয়া দিবস পালিত হয়।
মঙ্গলবার দুপুরে বাংলাদেশ সোসাইটি অব এ্যানেস্থেটিকস নোয়াখালী জেলা শাখার উদ্যেগে, নোয়াখালী জেনারেল হাসপাতাল থেকে একটি র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে র্যালীতে অংশ নেয়, বাংলাদেশ সোসাইটি অব এ্যানেস্থেটিকস নোয়াখালী জেলা শাখার সভাপতি ডা: এম এ কাশেম, ও সাধারন সম্পাদক ডা: খন্দকার শাহিন হোসেন। এছাড়াও স্বাচিব এর নোয়াখালী সাধারণ সম্পাদক ডা: মাহবুবুর রহমানসহ বিভিন্ন ডাক্তার ও নার্সরা অংশ গ্রহন করেন।
(ভিডিওতে বিস্তারিত দেখুন, লাইক/শেয়ার এবং সাবস্ক্রাইব করুন)
www.mktelevision.net/হাসান ইমাম রাসেল/হাবিব ইফতেখার/শাহিনুর/মৌরী/রফিক