কুয়েত প্রতিনিধি:
কুয়েতে প্রবাসীদের আয়োজনে জিলিব নাইট রাইডার প্রিমিয়াম লীগ ২০১৮ অনুষ্ঠিত হয়। খেলাটি আব্বাসিয়া গ্রাউন্ডে “বাংলাদেশ ফেন্ডস স্পোর্টিং ক্লাব” বনাম “বি-বাড়ীয়া একাদশ ক্লাব ” কুয়েতের মধ্যে ফাইনাল অনুষ্ঠিত হয়।
জে কে আর খেলাটি দুপুর ১.১৫ মিনিটে উদ্বোধন করেন। প্রবাসী আয়োজকদের ভূমিকায় ছিলেন জিলিব নাইট রাইডার। খেলায় বিজয়ী হন বাংলাদেশ ফেন্ডস স্পোর্টিং ক্লাব ও রানার্সআপ বি-বাড়ীয়া একাদশ স্পোর্টিং ক্লাব।
ক্রিকেট কিংবা ফুটবল যেটাই হউক তাদের বিনোদনের খোরাক যেমন হয় পাশাপাশি শরীর চর্চা ও বিভিন্ন দেশের প্রবাসী খেলোয়ার বা ক্রীয়ামোদিদের সাথে এক প্রতিযোগিতায় মেতে উঠেন যা এগিয়ে নিচ্ছে দেশকে। আর এসব কাজে সোসাইটির অনেকেই ছেলেদের উৎসাহিত করতে বিভিন্ন জেলার নামে অথবা ফেমাশ নাম দিয়ে ক্লাব বা সংগঠন গড়ে উঠেছে আর এসব ক্লাবকে পৃষ্ঠপোষকতা করছেন সামাজিক, রাজনৈতিক, ব্যবসায়ী, সাংবাদিকসহ অনেকে……………………….
(ভিডিওতে বিস্তারিত দেখুন, লাইক/শেয়ার এবং সাবস্ক্রাইব করুন)
www.mktelevision.net/শেখ এহছানুল হক খোকন/হাবিব ইফতেখার/শাহিনুর/মৌরী/রফিক